হাতিরঝিলে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪
ছবি: গুগল স্ট্রিট ভিউ থেকে নেওয়া

রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফ হোসাইন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাতিরঝিলের মাই টিভি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত আশরাফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন মুজাহিদুল ইসলাম নামে এক পথচারী।

তিনি বলেন, মাই টিভি ভবনের সামনে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে চালক গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুজাহিদুল ইসলাম জানান, অটোরিকশাচালক আশরাফের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর মদনপুর গ্রামে। তার বাবার নাম তোফাজ্জল হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী আল-আমিন/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।