জালটাবের যাত্রা শুরু


প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৯ এপ্রিল ২০১৬

দেশে জাপানি ভাষার শিক্ষকদের সংগঠন জাপানিজ ল্যাংগুয়েজ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জালটাব) যাত্রা শুরু করেছে। ঢাবি’র আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম জালটাবের সভাপতি এবং কোকোরোজাসি জাপানিজ কালচারাল সেন্টারের মি. কুনিয়াকি ওকাবায়াসি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মি. মাসাও কোজিমা, কোষাধ্যক্ষ জাপানিজ ল্যাংগুয়েজ কনসাল্টিংয়ের মামি বেপারি, সদস্য জুয়াব’র নাতসুকো সাতো ও ঢাবি’র জাপান স্টাডিজ সেন্টারের প্রভাষক লোপামুদ্রা মালেক। গত ১লা এপ্রিল থেকে জালটাব যাত্রা শুরু করে।

এদিকে শুক্রবার সকালে আইএমএল-এ জালটাব এর সূচনা উৎসব এবং একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন জাপানি ভাষার শিক্ষক অংশ নেন।

এফএইচ/এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।