নাজিমুদ্দিন হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামের


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ এপ্রিল ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদ হত্যার দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। শুক্রবার এ হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলাম।

উল্লেখ্য, গণজাগরণ মঞ্চের কর্মী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার মুক্তমনা ব্লগার নাজিমুদ্দিন সামাদকে বুধবার (৬ এপ্রিল) রাজধানীর সূত্রাপুরে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।