আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমতে কাজ করে: ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৮ এএম, ২৮ জানুয়ারি ২০২৪

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আওয়ামী লীগ সবসময়ই ইসলামের খেদমতে কাজ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ইসলামের খেদমতের কথা চিন্তা করেন, সেভাবে অতীতের কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকারপ্রধান চিন্তাও করেননি। সারাদেশে নির্মাণাধীন মডেল মসজিদগুলো তার উদাহরণ। এসব মসজিদের সুযোগ-সুবিধা দেখলে বোঝা যায়, কতটা সুনিপুণভাবে ইসলামের খেদমত করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় বাইতুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ আয়োজিত বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকারের সময়োচিত নানা পদক্ষেপের কারণে বাংলাদেশে ইসলাম চর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনেই কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে ভূমিকা রেখেছে। ইসলাম ও মুসলমানদের খেদমতে আওয়ামী লীগ সরকার অন্যদের তুলনায় সবচেয়ে বেশি কাজ করেছে বলেও উল্লেখ করেন ধর্মমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুসহ বায়তুশ শরফের মুরিদ ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।