প্রবাসীদের জরুরি প্রয়োজনে এনআইডির কাজ খোলা রাখার নির্দেশ
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্যেও প্রবাসীদের ও জরুরি প্রয়োজনে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন তাদের জন্য নিবন্ধন কার্যক্রম খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনাটি সারাদেশে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো হয়।
ইসির নির্দেশনায় বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এ সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি ২০২৪ তারিখে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন এবং পরবর্তীতে অফিসে এসে যারা নিবন্ধিত হয়েছেন তাদের খসড়া ভোটার তালিকা গত ২১ জানুয়ারি প্রকাশিত হয়েছে।
প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে। ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের চলমান প্রক্রিয়ায় যথারীতি নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্বাচন কমিশন সদয় নির্দেশনা প্রদান করেছেন।
এমওএস/জেএইচ