বিমানের এমডির সঙ্গে ফিলিপাইনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় রাষ্ট্রদূত এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফিলিপাইন এয়ারলাইন্সের মধ্যে এসপিএ সম্পাদন, উভয় দেশের মধ্যকার এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট সংশোধনের মাধ্যমে ব্যবসা উপযোগী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পরে ফিলিপাইনের রাষ্ট্রদূত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি পরস্পরকে সৌজন্য স্মারক প্রদান করেন।

এমএমএ/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।