তিনি কখনো সাংবাদিক, কখনো সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪

কখনো সাংবাদিক, আবার কখনো সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছেন। এমন অভিযোগে মিজান উল্লাহ সমরকন্দি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

তাকে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজান সমরকন্দি চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন পুরানগর গ্রামের মাওলানা ফরিদুল আলম সমরকন্দি ওরফে ফরিদ মৌলভীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, মিজান উল্লাহ সমরকন্দি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বিভিন্ন সময়ে ভুয়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি এবং দস্যুতাসহ সাধারণ মানুষকে হুমকি দিয়ে আসছেন। বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল তদন্ত করে অপরাধের সত্যতা খুঁজে পায়।

মিজানের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় করা দস্যুতার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

তার বিরুদ্ধে চট্টগ্রামের আকবরশাহ, পতেঙ্গা, পাঁচলাইশ এবং সাতকানিয়া থানায় প্রতারণা, হুমকি, চাঁদাবাজি এবং দস্যুতার পাঁচটি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

এমডিআইএইচ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।