ভবন নির্মাণে নকশার ব্যত্যয়, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১০ এএম, ২৫ জানুয়ারি ২০২৪

 

ভবন নির্মাণে নকশার ব্যত্যয় ঘটায় রাজধানীর মিরপুরে পাঁচটি ভবনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ জানুয়ারি) মিরপুরের দারুস সালাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

অভিযানে নির্মাণাধীন পাঁচটি ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণ করা হয়। একই সঙ্গে প্রতিটি ভবন মালিকের কাছ থেকে ভবনের নকশা-বহির্ভূত অংশ ভেঙে ফেলবেন- এই মর্মে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের বলেন, আজ পাঁচটি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণের পাশাপাশি ভবন মালিকদের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে রাজউকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে রাজউকের জোন ৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট জোনের সব কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

এমএমএ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।