পরিকল্পনা মন্ত্রণালয় মহাসাগর, বুঝতে আরও সময় লাগবে: মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

সদ্য বিদায়ী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রসংশা করে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, পরিকল্পনা মন্ত্রণালয় একটা মহাসাগর। মাত্র ৫ দিনে সাঁতার কাটা অত্যন্ত দুষ্কর ব্যাপার। আমি মূলত একজন সৈনিক মানুষ। আমি সেনাবাহিনীতে ২৯ বছর চাকরি করেছি। বাকি সময় রাজনীতি করেছি, সাধারণ মানুষের কাছে থেকেছি। এখানের (মন্ত্রণালয়) অভিজ্ঞতা অত্যন্ত কম। পরিকল্পনা কমিশনের কাজ বোঝার জন্য ও জানার জন্য আমাদের আরও সময় লাগবে।

রোববার (২১ জানুয়ারি) নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে সদ্য সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয় প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, সবে মাত্র এ মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছি। সবকিছু বুঝতে কিছুটা সময় লাগবে। এ মুহূর্তে আমি পরিকল্পনা কমিশনের যে প্রজেক্টস আছে, সেই প্রজেক্টের চাপায় পড়ে আছি। এখান থেকে বের হতে পারছি না এখনো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ আমি কাজের মানুষ। এম এ মান্নানকে আমি আগে থেকেই জানি। তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল। তিনি যথাযথভাবে এখানে মেধার পরিচয় দিয়েছেন। তার যে সহকর্মী ছিলেন শামসুল আলম সাহেব, তাদের প্রচেষ্টায় পরিকল্পনা মন্ত্রণালয় অনন্য উচ্চতায় গেছে। এম এ মান্নান অত্যন্ত সফল সিভিল সার্ভেন্ট, সফল রাজনীতিবিদ।

সাবেক পরিকল্পনামন্ত্রী প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, আমি যা দেখতে পাচ্ছি গত ৫ থেকে ৭ দিনে, উনারা অনেক প্রসংশনীয় উদ্যোগ নিয়েছেন। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। অনেকে বলেছেন তাদের কাছে আরও কিছু শেখার আছে। আমিও তাই মনে করি। আমরা তাদের বিদায় দিচ্ছি না। আবারও ফিরে আসার সুযোগ করে দিচ্ছি। আমরা চাইবো তারা আমাদের কাজে নানানভাবে সহায়তা করবেন।

বিদায়ী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার, আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনসহ সংশ্লিষ্টরা বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমওএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।