‘গরিবের টাকায় ধনীকে কম দামে ওয়াসার পানি খাওয়াবো না’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২১ জানুয়ারি ২০২৪

দেশের গরিব মানুষের ভ্যাট-ট্যাক্সের টাকায় ঢাকার অভিজাত এলাকায় কম দামে ওয়াসার পানি সরবরাহের পক্ষে নন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘সারাদেশের গরিব মানুষের কাছ থেকে আমরা ভ্যাট-ট্যাক্সের টাকা সংগ্রহ করি। সেই টাকা নিয়ে এসে ঢাকায় খরচ করতে হচ্ছে। গুলশানে যারা বসবাস করছেন, তাদেরও পানির দামে ভর্তুকি দেবো? এটা কি যৌক্তিক? গরিবের টাকা দিয়ে ধনীকে তো ভর্তুকি মূল্যে পানি খাওয়াতে পারবো না।’

ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে এ সভার আয়োজন করা হয়। দ্বিতীয় মেয়াদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানাতে এ আয়োজন করে ওয়াসা।

ওয়াসার পানির দাম ও মান নিয়ে সমালোচনার জবাবে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকা ওয়াসাতে পানির দাম বাড়ানো নিয়ে আমাকে সেভাবে তখন কিছু বলা হয়নি। চট্টগ্রাম ওয়াসায় যখন দাম বাড়ানোর কথা উঠলো, আমি বলেছিলাম- হ্যাঁ, অবশ্যই দাম বাড়াতে হবে। আপনি পানি পান করবেন, ব্যবহার করবেন; এ পানির মূল্যটা কে দেবে? সেজন্য যখন আমাকে পানির দাম নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, আমি স্পষ্টভাবে বলেছি- পানির দাম বাড়াতে হবে। কারণ পানির উৎপাদন খরচ বেড়েছে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকায় যে পানি (প্রতি এক হাজার লিটার) আমরা ১৫ টাকায় বিক্রি করছি, তার উৎপাদন খরচ পড়ছে ৩০ টাকা। এই যে ১৫ টাকা ভর্তুকি দিচ্ছি, এ টাকাটা আমরা কোথায় পাবো? সারাদেশের গরিব মানুষের কাছ থেকে রাজস্ব নেবো, সেই টাকা নিয়ে এসে ঢাকায় খরচ করবো? গুলশানে যারা থাকেন, তারা মাসে অনেকে পাঁচ লাখ টাকা খরচ করেন। অথচ পানির দাম ১০০-২০০ টাকা বেড়ে গেলে সেটা সহ্য হবে না। তাহলে দেশের গরিব মানুষের জন্য আমাদের যে প্রতিশ্রুতি, তা কীভাবে পূরণ করবো?’

montri-2.jpg

ভর্তুকি কমানোর ওপর জোর দিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমরা সব রাষ্ট্রের কাঁধের ওপর তুলে দেই। রাষ্ট্র আর কতটা ভর্তুকি দিয়ে চালাবে? আর এটা তো রাষ্ট্রের করারও কথা নয়। রাষ্ট্র যেটা বহন করে, সেটা টাকা ছাপিয়ে ছাপিয়ে করে না। সরকার রাষ্ট্র পরিচালনা করে একটি সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমে সরকার জনগণের থেকে অর্থ আহরণ করে। সেই টাকাটা আবার জনগণের কল্যাণে সুচারুভাবে ব্যয় করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে রাষ্ট্র বর্ধিত আকারে খরচ করবে। অভিজাত এলাকায় ভর্তুকি দিতে গিয়ে তা ফুরিয়ে গেলে পিছিয়ে পড়াদের এগিয়ে আনা সম্ভব হবে না।’

সরকার ওয়াসার পানির মান বাড়াতে কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘একটা সময় ঢাকা শহরে পানির জন্য কলস নিয়ে মিছিল হয়েছে, বিক্ষোভ দমাতে সেনাবাহিনী নামাতে হয়েছে। পানির গুণগত মান এত নিম্নমানের ছিল যে, পান করা তো দূরের কথা। ব্যবহার্য বিভিন্ন কাজেও ব্যবহার করা যেতো না।’

‘১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে সবাইকে সঙ্গে নিয়ে একটা পরিকল্পনা করে কাজ শুরু করেন। সেই পরিকল্পনার মধ্যে ছিল ঢাকা ওয়াসাও। সেসময় তিনি সায়েদাবাদ-১ প্ল্যান্ট করেছিলেন। আরও কিছু পরিকল্পনা করলেও সেটা সেই মেয়াদে তিনি করতে পারেননি। ২০০৮ সালে আবার ক্ষমতায় এসে তিনি সেই কাজে হাত দেন। এখন ওয়াসা এগিয়েছে, অনেক কাজ করেছে’ যোগ করেন তাজুল ইসলাম।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে বারবার নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনার জবাবও দেন মন্ত্রী। তিনি বলেন, ‘তাকসিম এ খানের কথা বলেন, আর যার কথাই বলেন। কোনো মানুষ তো সমালোচনার ঊর্ধ্বে নয়। আমাকে নিয়ে বিতর্ক শুরু করেন, মাসের পর মাস বিতর্ক করা যাবে। তাকসিম এ খানকে বারবার ঢাকা ওয়াসার দায়িত্ব দেওয়ায় সমালোচনা হয়েছে। তাতে আমাদের কিছু যায় আসে না। তিনি কাজ করছেন কি না, সেটাই বড় ইস্যু।’

ঢাকা ওয়াসার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘ঢাকাকে দেখেই বিশ্বের মানুষ বাংলাদেশকে বিবেচনা করবে। সে কারণে ঢাকা ওয়াসাকে ভালো একটি প্রতিষ্ঠান হিসেবে গড়াও আমাদের দায়িত্ব। ঢাকা ওয়াসা তার মান, সেবার পরিসর ও মানুষের চাহিদা যেভাবে পূরণ করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। ওয়াসার এমডির নেতৃত্বে যারা এখানে কাজ করছেন, তাদের সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. সুজিত কুমার বালা প্রমুখ।

এএএইচ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।