মেট্রোরেলে অফিসগামী মানুষের উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪১ এএম, ২১ জানুয়ারি ২০২৪

রাজধানীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সবগুলো স্টেশনই চালু হয়েছে শনিবার। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কিছুটা বেশি থাকলেও আজ অফিসগামী মানুষের ভিড় চোখে পড়ার মতো।

আরও পড়ুন>মেট্রো স্টেশনের প্রথম তলা ব্যবহার করা যাবে ফুটওভার ব্রিজের মতো

রোববার (২১ জানুয়ারি) সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে সরেজমিনে দেখা যায়, অফিসগামী মানুষ এই স্টেশনে নামছেন৷ তারা বলছেন, যানজটের এই শহরে এত দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে মেট্রোরেল। নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা৷

jagonews24

আদিলুর ইসলাম প্রতিদিন উত্তরা থেকে সচিবালয়ে অফিস করেন। মেট্রোরেল তার জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে। তিনি বলেন, আগে মোটরসাইকেলে অফিসে আসতাম। ধুলাবালি, জ্যাম ঠেলে আসতে হতো। এখন মেট্রোরেলে আরামে চলে আসি। এটি আমাদের জন্য আশীর্বাদ৷

আরও পড়ুন> টঙ্গী পর্যন্ত মেট্রো সম্প্রসারণে সমীক্ষা চলছে: কাদের

রুকাইয়া তাবাসুম নামের আরেক যাত্রী বলেন, মেট্রোরেলের কারণে ঢাকার যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়েছে। আগে বাসা থেকে বের হওয়ার আগে চিন্তা করতে হতো কতক্ষণ জ্যামে বসে থাকা লাগবে। এখন আর সেই চিন্তা নেই৷

jagonews24

মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়েছে গত ৩১ ডিসেম্বর। এর মধ্য দিয়ে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলতো। আর উত্তরা থেকে আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছিল মেট্রোরেল। এখন ২০ জানুয়ারি থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

এনএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।