চট্টগ্রামে পোল্ট্রি খামারে আগুনে পুড়লো ১২শ মুরগি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামের বোয়ালখালীতে এক পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় খামারটির এক হাজার ২০০ মুরগি পুড়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকায় কামাল হোসাইনের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খামারের মালিক কামাল হোসাইন জানান, শুক্রবার ভোরে আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। খামারে এক হাজার ২০০ মুরগি ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, ভোরে পূর্ব কালুরঘাট এলাকায় এক পোল্ট্রি খামারে আগুন লাগার খবর পাই। পরে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

ইকবাল হোসেন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।