সালমান এফ রহমান

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সম্মিলিত চেষ্টা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৪

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানায় এফবিসিসিআই।

বিজ্ঞাপন

সভায় সালমান এফ রহমান বলেন, বিরাজমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিগত সময় যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা হয়েছে, সেভাবেই এ চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতি চলমান থাকবে।

এসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।