নেপালে বিজয় দিবস উদযাপিত


প্রকাশিত: ০৩:৪৮ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ৪৪তম বিজয় দিবস উদযাপন করেছে। বিজয় দিবস উপলক্ষে নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার ভোরে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারীদের স্মরণ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এই তথ্য জানায়।

জানা গেছে, বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।