নব-নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রীর পরামর্শ
নব-নিযুক্ত মার্কিট রাষ্ট্রদূত বার্নিকাটকে উদ্দেশ্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের পরামর্শ দেয়ার আগে খালেদা জিয়াকে জঙ্গিবাদ, জামায়াত-হেফাজত ও নাশকতা পরিহার করার পরামর্শ দিন।
শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে নব-নিযুক্ত মার্কিট রাষ্ট্রদূত বার্নিকাটের ৫ জানুয়ারী নির্বাচন ত্রুটিপূর্ণ মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া আমরাই রক্ষা করবো। এ ব্যাপারে তাদের কোন সহযোগিতার দরকার নেই। তিনি বলেন, খালেদা জিয়ারা যখন দেশে মানুষ পুড়িয়ে মারা, নাশকতা, তান্ডব করেছিল এই সব কুটনীতিকরা তখন কোথায় ছিল। তান্ডব সৃষ্টিকারী, জামায়াতের পৃষ্ঠপোষক খালেদা জিয়া জনগণের বন্ধু নয়।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল-বিকাল মানুষকে হত্যা করছে এই অপবাদ তারা দিচ্ছে এই অপবাদের মধ্যদিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠিত পুলিশ বাহিনীর ভাবমুর্তিকে ক্ষুন্ন করছে।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা উপস্থিত ছিলেন।
এরপর তিনি বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের জন্য নব-নির্মিত কমপ্লেক্স উদ্ধোধন করেন এবং প্রায় শতাধিক দুস্থ্য প্রতিবন্ধীদের মাঝে চেক বিতরণ করেন। দুপুর সাড়ে ১২টায় মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সাপ-কামড়া গ্রামের ৩শ’ বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্ধোধন করেন।