কুবিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বৃহস্পতিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে।

বিশ্ববিদ্যালয়ের মোট ৪টি অনুষদের ১৭টি বিভাগের ৯১০টি আসনের জন্য ৫১১৪১ আবেদনকারী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন। গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন ৫৬ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মজিবুর রহমান মজুমদার জানান, পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবির (রঙিন) পেছনে নাম ও প্রদত্ত পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে পরীক্ষা কেন্দ্রে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।

এছাড়া পরীক্ষার হলে সকল প্রকারের ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।