‘প্রিয়জনের মৃত্যু কেমন লাগে, বোঝাতে চেয়েছি’


প্রকাশিত: ০২:৫৩ এএম, ১৭ ডিসেম্বর ২০১৪

সিডনির পর পেশোয়ার। সন্ত্রাসবাদ থাবা থেকে বাদ নেই বিশ্বের কোনও অংশ। মঙ্গলবার পাকিস্তানের পেশোয়ারের একটি সেনা পরিচালিত স্কুলে হত্যাযজ্ঞ চালানোর দায় ইতিমধ্যেই স্বীকার করেছে পাক তালেবান। এবার তেহরিক-ই-তালেবান স্পষ্ট জানাল, পাক সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই এদিন স্কুলে হামলা করল জঙ্গিরা। মূলত পাক জনতাকে নিকটাত্মীয়ের মৃত্যুশোক বোঝাতেই এই হত্যালীলা বলে জানায় তলেবান।

তেহরিক-ই-তালেবানের বক্তব্য, পাক সরকার তালেবানদের পরিবার-পরিজনদের বারবার টার্গেট করেছে। বাড়ির মহিলাদেরও হত্যা করছে। তাই প্রতিশোধ নিতে হামলার জন্য বেছে নেওয়া হয়েছে স্কুল।

তালেবান মুখাপাত্র মুহম্মদ ওমর খোরাসানি এক বিবৃতিতে বলেছেন, `সরকার আমাদের পরিবার ও বাড়ির মহিলাদের টার্গেট করেছে বলেই আমরা সেনাচালিত স্কুলে হামলা চালিয়েছি। প্রিয়জনের মৃত্যু হলে কেমন লাগে, সেটাই অনুভব করাতে চেয়েছিলাম।`

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।