চলছে সাকরাইন, শৈত্যপ্রবাহে জমছে না ঘুড়ি কাটাকাটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

আজ পৌষের শেষ দিন। শুরু হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। পৌষের বিদায়ক্ষণে সকাল থেকেই শীত ও কুয়াশাচ্ছন্ন আকাশকে ভেদ করে বাহারি রঙের ঘুড়ি উড়তে শুরু করেছে। তবে বৈরী আবহাওয়ায় কুয়াশাছন্ন আকাশে জমে উঠছে না ঘুড়ি উৎসব। শীতের কারণে ঘুড়ি কাটাকাটির আমেজ পাচ্ছেন না তরুণ-তরুণীরা।

রোববার (১৪ জানুয়ারি) পুরান ঢাকার ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর এ দৃশ্য দেখা যায়। ছাদের পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন মাঠেও চলছে ঘুড়ি উৎসব। সাকরাইনে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে ঘুড়ি কাটাকাটির খেলা। এবার আকাশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে রং ছড়াতে পারছে না ঘুড়ি উৎসব।

এদিকে সাকরাইন উপলক্ষে পুরান ঢাকার প্রতিটি বাসার ছাদ সাজানো হয়েছে বাহারি রঙের আলোক সজ্জায়। গতকাল রাত থেকেই উচ্চস্বরে বাজানো হচ্ছে গান। সন্ধ্যা গড়ালেই ঘুড়ি নেমে শুরু হবে আতশবাজি আর ডিজে পার্টি।

আরও পড়ুন>> সাকরাইন উৎসব ঢুকে গেছে আতশবাজি-ডিজে পার্টিতে

গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠে ঘুড়ি ওড়ানো নিয়ে ব্যস্ত এলাকার বাসিন্দারা। মাহমুদ নামে এক তরুণ বলেন, বন্ধুরা মিলে দুপুর থেকে ঘুড়ি উড়াচ্ছি। সকাল থেকে কুয়াশা ছিল। ভাবছি বিকেলের দিকে ঠিক হবে। এখনো সে অবস্থা, বাতাসও কম।

আরেক তরুণ রাজ্জাক বলেন, কুয়াশার কারণে ঘুড়ি দেখা যায় না। কাটাকাটি করতে পারি না। রোদ থাকলে ভালো হতো।

শিংটোলার স্থানীয় বাসিন্দা কাজি বশর জাগো নিউজকে বলেন, সন্ধ্যার পর ঘুড়ি নেমে যাবে। এরপর পোলাপানের ডিজে গান শুরু হবে। আমরা ছোট থাকতে শুধু ঘুড়ি উড়াতাম। আত্মীয়স্বজনের বাড়ি যেতাম। আমরা কোনো ডিজে করিনি। এখন উৎসবে অনেক পরিবর্তন এসেছে।

আরএএস/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।