রেলের দুর্নীতি বন্ধ করতে চাই: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম

সরকারের নতুন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, আমরা রেলের দুর্নীতি বন্ধ করতে চাই। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে রেলওয়ে ভবনে নতুন দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, আমার কিছু বলতে হলে আমাকে জেনে বলতে হবে। আজকে শুধু এটুকু বলবো যে, সাংবাদিকরা হলো জাতির বিবেক। সাংবাদিকরা যদি ভুলটা যদি ধরিয়ে দেন তাহলে রেলওয়েকে ঢেলে সাজাতে এবং লাভজনক করতে সহায়তা করবে।

তিনি বলেন, আমরা সবাই মিলে রেলের নিরাপত্তা, রেলের জমিগুলো বেদখল যেন না থাকে সেসব বিষয় নিয়ে কাজ করবো। সার্বিকভাবে রেলের উন্নয়ন করবো। রেলের উন্নয়ন জনগণের জন্য। প্রথম দিনেই আপনাদের সহায়তা চাই। আমরা রেলের দুর্নীতি বন্ধ করতে চাই।

এনএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।