সমুদ্রে মাছ আহরণ বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হবে: মৎস্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

সমুদ্রে মাছ আহরণ বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। স্বচ্ছতা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। সে ব্যাপারে আমি আশাবাদী। এ মন্ত্রণালয়কে কীভাবে আরও উন্নতর জায়গায় নিয়ে যাওয়া যায়, সেজন্য মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে।

তিনি জানান, আমিষের সহজলভ্যতার জন্য এরই মধ্যে আলোচনা হয়েছে। টিসিবির মতো তার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন পণ্য ভ্রাম্যমাণ বিক্রি করার ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের বিস্তারিত বলতে হলে আমাকে আরও বুঝতে হবে। এরপর আমি বলতে পারবো।

আইএইচআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।