যানবাহন চলাচলে এখনো পুরোপুরি শৃঙ্খলা অর্জিত হয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৪ জানুয়ারি ২০২৪

যানবাহন চলাচলে এখনো পুরোপুরি শৃঙ্খলা অর্জিত হয়নি বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দ্বাদশ মন্ত্রিসভার মন্ত্রী হিসেবে আজ প্রথম দায়িত্ব পালন করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আশা করছি, এ যাত্রায় আমরা শেষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। আমাদের অনেকগুলো কাজ আছে, এর মধ্যে আমি এখনো বলি, সড়কে শৃঙ্খলা, যানবাহনে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা এখনো অর্জন করতে পারিনি।

‘বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি, জীবনের কোনো চ্যালেঞ্জই অনতিক্রম্য না। সব চ্যালেঞ্জই আমরা অতিক্রম করতে পারি। আমরা যখন পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করি, তার আগে কেউ ভাবেনি যে পদ্মাসেতু হবে এবং পদ্মাসেতু নির্মাণ কাজ যখন সমাপ্ত হয়, যেখানে বিশ্বব্যাংক ছিল না, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু আমরা করেছি,’ বলেন মন্ত্রী।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, কেউ ভাবেনি ঢাকায় আধুনিক মেট্রোরেল হবে। আমাদের সামনে আরও পাঁচটি মেট্রোরেলের পরিকল্পনা বাস্তবায়নাধীন। এরই মধ্যে দুটি পাতাল রেলের, একটিতে ১৩ কিলোমিটার, আরেকটিতে ২১ কিলোমিটার, কাজ শুরু হয়েছে। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণ কাজ শেষ করবো। আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত করেছি। বাকি কাজও এগিয়ে যাচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। তবে আশা করি, এ পরিকল্পনা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বলেন মন্ত্রী।

তিনি বলেন, সড়ক ও পরিবহন-দুক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা এ কাজটিতে বেশি নজর দিচ্ছি। সড়ক বানাবো, সড়কও স্মার্ট হবে। এক পশলা বৃষ্টিতে রাস্তা অস্তিত্ব থাকে না, এমন সড়ক করে লাভ নেই। আমরা এটিতে আরও গুরুত্ব দেব।

আইএইচআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।