তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৩ জানুয়ারি ২০২৪
ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) গেট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের প্রধান অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

jagonews24

তিনি জানান, আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রচেষ্টায় ৩টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সাভিস ঘটনাস্থনে এখনও কাজ করছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য তিনি জানাতে পারেননি।

এনএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।