প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ, নতুন মুখ কামাল নাসের চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২ পিএম, ১১ জানুয়ারি ২০২৪

নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। গত মন্ত্রিসভার মতো নতুন মন্ত্রিসভায়ও ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ পেয়েছেন।

এদের সঙ্গে সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন>> প্রধানমন্ত্রীর অধীনে ৬ মন্ত্রণালয়-বিভাগ

উপদেষ্টা পদে থাকার সময় এরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন‌ বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।