পূর্বাচলে নির্মিতব্য স্টেডিয়াম পরিদর্শন করলো সংসদীয় কমিটি


প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

রাজধানীর অদূরে পূর্বাচলে নির্মিতব্য স্টেডিয়াম সাইট পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির ২০তম বৈঠক শেষে কমিটির সদস্যরা স্টেডিয়াম পরিদর্শনে যান।

কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, কবিরুল হক, নাহিম রাজ্জাক এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।

বৈঠকে জানানো হয়, পূর্বাচলে প্রস্তাবিত স্টেডিয়ামটি হবে ৭৫ হাজার আসনের। যা নির্মাণের দায়িত্বে থাকবে অস্ট্রেলীয় প্রতিষ্ঠানের উপর।

এছাড়াও কক্সবাজারে নতুন স্টেডিয়াম হবে এক লাখ আসনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে স্টেডিয়াম দুটি নির্মাণ করা হচ্ছে। বৈঠকে ‘যুবকল্যাণ তহবিল বিল- ২০১৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান করা হয়।

বিলটি পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে সংসদে পাশ করার সুপারিশ করা হয়।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।