বাসযাত্রীর কাছে মিললো ১৯২৫ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১১ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামে ঢাকাগামী একটি বাস থেকে এক হাজার ৯২৫ পিস ইয়াবাসহ মো. সেমল মিয়া (২৩) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১০ জানুয়ারি) ভোরে নগরীর চকবাজার থানাধীন জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার সামনে শ্যামলী এসপি নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আটক সেমল মিয়া নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার চরপাড়া গ্রামের মো. কাবুল মিয়ার ছেলে। বাসটি কক্সবাজার থেকে ছেড়ে এসে ঢাকায় যাচ্ছিল বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর (দক্ষিণ) সহকারী পরিচালক সোমেন মন্ডল জাগো নিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে জিইসি মোড় এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় সেমল মিয়া নামের ওই যাত্রীকে এক হাজার ৯২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চকবাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইকবাল হোসেন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।