শীত বেড়েছে, সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে
ঘন কুয়াশায় তাপমাত্রা সব জায়গায় না কমলেও সারাদেশে শীতের অনুভূতি বেড়েছে। আপাতত তাপমাত্রা খুব বেশি বাড়া বা কমার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে ঘন কুয়াশা পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। একদিন আগে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২ ডিগ্রি কমে হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়া, একই সঙ্গে সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তাই ঢাকায় শীত অনেকটাই বেড়ে গেছে। সকাল সাড়ে ১০টার পর ঢাকার কোথাও কোথাও সূর্যের দেখা মেলে।
বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।
এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
আরএমএম/এমএইচআর/জেআইএম