ডিএমপির যৌথ মাদকবিরোধী প্রচারাভিযান
মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ধুমপান, মাদক ও সন্ত্রাস বিরোধী প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। জাতীয় তামাক ও মাদক বিরোধী জোট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ও ক্যাট সভাপতি সাংবাদিক আলী নিয়ামত।
এ সময় ডিএমপি ও ক্যাটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রথমে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এ সময় ধুমপান, মাদক ও সন্ত্রাসবিরোধী গান প্রচার ও লিফলেট বিতরণ করা হয়। পরে র্যালিটি দুপুর ১২টায় কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয়।
এ কর্মসূচিতে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা। পরে বিকাল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।