সিইসি
নির্বাচন মোটামুটি সুনিয়ন্ত্রিত, গ্রহণযোগ্য হয়েছে কি না জনগণ বলবে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল। আর নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি না, সেটা কমিশন নয়, জনগণ বলবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ভোট নিরপেক্ষ হয়েছে কি হয়নি আমি তো স্বচক্ষে দেখিনি। ভোটে বিরোধিতা ছিল। দ্যাট ওয়াজ অ্যা বিগ চ্যালেঞ্জ। সেটাকে অতিক্রম করে ৪০ শতাংশ ভোট পড়েছে, সহিংসতা তেমন হয়নি, মৃত্যু হয়নি এবং যেখানে কিছু কিছু অনিয়ম হয়েছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এদিক থেকে নির্বাচন মোটামুটি সুনিয়ন্ত্রিত ছিল।
রোববার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশনের কাজে কখনো বলা নাই যে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করে ফলাফলটা জনগণকে অবহিত করা। নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, এই মর্মে কোনো কর্তব্য নির্বাচন কমিশনের ওপর নেই। এটা পাবলিক বুঝবে গ্রহণযোগ্য হয়েছে কি না।
ভোট প্রসঙ্গে সিইসি আরও বলেন, একটা সেটিসফেকশনের কথা বলবো। সেটা হচ্ছে সহিংসতা হয়নি। আমরা সেটিসফাইড কি সেটিসফাইড না সেটা বলছি না। একটা সেটিসফেকশনের কথা বলেছি শুধু, কোনো সহিংসতা হয়নি। আল্লাহর রহমতে একজনও মারা যাননি। আর মারামারির যে সহিংসতা সেটা খুব একটা হয়নি। দ্যাট ইজ অ্যা গুড নিউজ।
এমওএস/এমকেআর/জিকেএস