ভোটের দিনে রাস্তা ফাঁকা, ক্রিকেট খেলে সময় কাটাচ্ছেন তরুণরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজের সামনে ফাঁকা রাস্তা পেয়ে ক্রিকেট খেলায় মেতেছেন কয়েকজন তরুণ। তারা বলছেন, আজ ভোটের দিন, রাস্তা ফাঁকা। তাই আমরা এখানে ক্রিকেট খেলছি।

রোববার (৭ জানুয়ানি) দুপুর সাড়ে ১২টার দিকে বাবুবাজার ব্রিজের সামনের রাস্তায় চোখে পড়ে এমন দৃশ্য।

babubazar-1.jpg

রাস্তায় ক্রিকেট খেলছিলেন রাজু নামের এক তরুণ। জাগো নিউজকে তিনি বলেন, ‘অন্যদিন এ রাস্তায় ব্যাপক যানজট থাকে। আজ রাস্তা ফাঁকা থাকায় আমরা এখানে ক্রিকেট খেলছি।’

বাপ্পী নামের আরেক তরুণ বলেন, ‘আজ ভোটের দিন, কোনো কাজ নেই। রাস্তা ফাঁকা পেয়ে আমরা এখানে ক্রিকেট খেলছি।’

babubazar-1.jpg

বাবুবাজার ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জের এই এলাকা ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত। কেরানীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ঢাকা-৩ সংসদীয় আসন। এখানে নৌকার প্রার্থী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অন্য প্রার্থীরা হলেন- আব্দুস সালাম, মোহাম্মদ জাফর, মো. আলী রেজা, মো. মনির সরকার ও মো. রমজান।

জেএ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।