গুলশান মডেল স্কুলের এক কেন্দ্রে দুই ঘণ্টায় পড়েছে ১৪ ভোট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০৭ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে রাজধানীর গুলশান- ২ এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। এই স্কুলের পাঁচটি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৩ হাজারের বেশি। সকাল ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১৪টি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে অবস্থান করে দেখা মেলে এমন চিত্র।

তবে সকাল ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের দেখানোর জন্য ৫ থেকে ১০ মিনিটের জন্য কৃত্রিমভাবে ভোটারের লাইন তৈরি করা হয়। ওই লাইনে দেখা মেলে এমন কয়েকজনকে, যারা এরই মধ্যে ভোট দিয়েছেন। নৌকার পক্ষে ওই কেন্দ্রের দায়িত্বে থাকা কয়েকজনকে লাইন পরিচালনা করতে দেখা যায়। লাইনে থাকা এক বৃদ্ধকে প্রশ্ন করা হয়, ভোট দিয়ে আবার কেন লাইনে দাঁড়িয়েছেন? এমন প্রশ্ন শুনে তিনি দ্রুত লাইন ত্যাগ করেন। অবশ্য এর কিছুসময় পর ওই লাইন আর পাওয়া যায়নি।

এই স্কুলের ৫ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাজী মো. আল নুর জানান, সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৪টি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ১৩২ জন।

তার মতে, গুলশান এলাকায় ভোটাররা দেরি করেই আসেন ভোট দিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়তে পারে।

তবে বেলা ১০টা ৪০ মিনিটেও দেখা যায়নি ভোটারের লাইন। মাঝেমধ্যে এক-দুইজন ভোটার করে আসছেন ভোট দিতে।

এএএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।