বায়েজিদে ছোরাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ধারালো ছোরাসহ আশরাফুল ইসলাম সোহেল ওরফে বাবু (২১) এবং মো. লোকমান (১৯) নামে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের ছিন্নমূল ১নং গেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আশরাফুল কক্সবাজার জেলার পেকুয়া থানার ফাসিয়াখালী গ্রামের মোক্তার আহম্মদ রাজুর ছেলে এবং লোকমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিটঘর গ্রামের মৃত মোসলেম সওদাগরের ছেলে। তাদের মধ্যে আশরাফুল বায়েজিদ বোস্তামী জালালাবাদ এবং লোকমান ছিন্নমূল ১নং সমাজে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সনজয় কুমার সিনহা জাগো নিউজকে বলেন, গত ১ জানুয়ারি সন্ধ্যায় মহিউদ্দিন হৃদয় নামের এক ব্যক্তি স্বপরিবারে বায়েজিদ ছিন্নমূল এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে বায়েজিদ থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের হয়। পরে অভিযান চালিয়ে শনিবার সকালে লিংক রোডের ছিন্নমূল ১নং গেট এলাকা থেকে ওই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাই করা একটি মোবাইল, মানিব্যাগ ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

ইকবাল হোসেন/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।