১৬ ঘণ্টায় ট্রেনসহ ১৪ আগুন, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৪

দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের আগের দিন সারাদেশে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টায় সারাদেশে ১৪টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এতে ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে ১টি বৌদ্ধ মন্দির ও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। নিহতরা সবাই বেনাপোল এক্সপেস ট্রেনের আগুনে দগ্ধ হয়েছিলেন।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, গত ১৬ ঘণ্টায় ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে ৪ টি (নারায়ণগঞ্জ ১, গাজীপুর সদর ২, কালিয়াকৈর ১), সিলেট বিভাগে ২টি (দক্ষিণ সিলেট, চুনারুঘাট), চট্টগ্রাম বিভাগে ৪টি (রামু ১, ফেনী ১, সীতাকুন্ড ১, চট্টগ্রাম সিটি ১) ও ময়মনসিংহ বিভাগে ৩টি (নান্দাইল ১, গফরগাঁও ১, শেরপুর ১) ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ট্রেন ১টি (৪টি কোচ), পিকআপ ২টি, ট্রাক ১টি, কাভার্ডভ্যান ২টি, বৌদ্ধ মন্দির ১টি, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়েছে ৮টি। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৩২টি ইউনিট ও ১৫১ জন জনবল কাজ করে।

৫ জানুয়ারি অগ্নিসন্ত্রাস

৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ১টি পিকআপে আগুন দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে।

৬ জানুয়ারি অগ্নিসন্ত্রাস

৬ জানুয়ারি রাত ১২টা ৫ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাটে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এছাড়া রাত ১টা ২৪ মিনিটে গাজীপুরের পূর্ব চন্দনা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। রাত ২টা ৪৪ মিনিটে গাজীপুর টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন লাগে। একই সময়ে সিলেট দক্ষিণের সাত মাইল এলাকায় ১টি ট্রাকে আগুন লাগে।

এছাড়া রাত পৌনে ৩টায় ফেনী সদর লালপুরের লাতুমিয়া ব্রিজে দুটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। রাত ২টা ৫০ মিনিটে রামু, বৌদ্ধ মন্দিরে, ৪টা ৩৩ মিনিটে গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে।

এছাড়া সকাল ৬টা ৩৪ মিনিটে শেরপুর বাজিতখিলা প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। এদিন সকাল ৮টা ৫ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। সকাল সোয়া ৯ টায় ময়মনসিংহের নান্দাইলে হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে।

আগুন লাগা অধিকাংশ স্থাপনা আগামীকাল ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল।

টিটি/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।