বেনাপোল এক্সপ্রেসে আগুন
মরদেহ বের করতে ব্যাগ নিয়ে ট্রেনের ভেতর উদ্ধারকারী দল
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আরও পড়ুন>> আগুনে পুড়লো বেনাপোল এক্সপ্রেসের ৪ বগি, হতাহতের আশঙ্কা
রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের মাত্রা যখন কমে আসে তখন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ট্রেনের ভেতরে প্রবেশ করে৷ সাদা ব্যাগে মরদেহ নিয়ে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা বের হবেন।
আরও পড়ুন>> ‘আগুনের ভেতর থেকে ৭ জনকে নামিয়ে এনেছি’
তবে কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি।
রাত ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে সাতটি ইউনিট।
গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছিলেন, যাত্রীবেশে ট্রেনে উঠে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
টিটি/বিএ