নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি শুনলেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২৪

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কথা শুনেছেন কয়েকটি দেশের কূটনীতিকরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসে ইসি। এরপর বিকেল ৩টা ৫৫ মিনিটে বৈঠক শেষে হোটেল ছাড়েন কূটনৈতিকরা।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি শুনলেন কূটনীতিকরা

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে কূটনীতিকদের অবহিত করা হয়। তবে কূটনীতিকরা বৈঠকে কিছুই বলেননি।

বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জাগো নিউজকে বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি।

নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আশা করি সফল নির্বাচন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হবে মাইলফলক।

এসএম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।