জনগণের জানমালের ক্ষতি হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘ডিএমপির নির্দেশনা উপক্ষো করে কোথাও জনবিরোধী কর্মকাণ্ড হলে এবং এতে জনগণের জানমালের কোনো ক্ষতি হলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘জনগণ ও সম্পদের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে এমন বিষয় বন্ধে ডিএমপির পক্ষ থেকে প্রচার ও প্রচারণা চালানো হয়েছে। যেন উঠতি বয়সের ছেলেরা এসব কাজ না করে। এরমধ্যে ফানুস ওড়ানো, পটকা ফোটানো, আতশবাজি ফোটানো হলে জানমাল ছাড়াও পরিবেশ, পশুপাখি ক্ষতির শিকার হয়। অভিভাবকরা সচেতনভাবে সন্তানদের যেন বাধা দেন এবং জনবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে সতর্ক করেন।’
তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো থ্রেট নেই। নির্বাচনকে ঘিরে কেউ যাতে অপতৎপরতা না করতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘সুনির্দিষ্ট হামলার কোনো শঙ্কা নেই। তবে সার্বিকভাবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
হাবিবুর রহমান বলেন, ‘আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। এটিকে কেন্দ্র করে নির্বাচনবিরোধী বিশেষ মহল কোনো সুযোগ গ্রহণ করতে পারে। তারা যেন কোনো সুবিধা নিতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।’
একই সঙ্গে সব ধরনের অপতৎপরতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত ও সক্ষম রয়েছে বলেও জানান তিনি।
টিটি/কেএসআর