এক বছরে রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন বিমানের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয় বলাকায় এজিএম অনুষ্ঠিত হয়। বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা।

এজিএমে জানানো হয়, ২০২২-২০২৩ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে। ২০২১-২০২২ অর্থবছরে এর সংখ্যা ছিল ২২ লাখ।

বিগত অর্থবছরে বিমান ২১টি আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করেছে। সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সব রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি লিজ ছাড়া নিজস্ব উড়োজাহাজের মাধ্যমে হজ-পূর্ব ৬১ হাজার ১৫১ এবং হজ-পরবর্তী ৫৯ হাজার ২৮৩ জন হজযাত্রী পরিবহন করেছে সংস্থাটি।

বিগত অর্থবছরে বিমান ৩০ হাজার ৩০৫টি আন্তর্জাতিক ফ্লাইটে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রদান করেছে এবং এই খাতের প্রশংসাসূচক আইএসএজিও সনদ অর্জন করেছে।

বিমানকে স্মার্ট এয়ারলাইন্স হিসেবে গড়ে তুলতে অনলাইন টিকেটিং, ওয়েব চেক-ইন, মোবাইল অ্যাপস, লয়্যালটি ক্লাবসহ অন্যান্য অনলাইন সেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। ডলারের ক্রমবর্ধমান দাম সত্ত্বেও সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এমএমএ/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।