রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্মাণাধীন ভবনের চারতলা থেকে পড়ে দানু মিয়া (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাবুল (৪০) ও বিশু (৩০) নামে আরও দুই শ্রমিক।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দানু মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাদের তিনজনকে হাসপাতালে নিয়ে আসা মো. খোকন বলেন, ১৪ তলা একটি নির্মাণাধীন ভবনে বাইরে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন তিনজন। এসময় হঠাৎ চারতলা থেকে তারা নিচে পড়ে যান।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর আহত বাবুল ও বিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
কাজী আল আমিন/জেডএইচ/জেআইএম