বাহারকে এক লাখ, শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা-৬ আসনের নৌকার প্রার্থী বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। আগামী তিনদিনের মধ্যে তাদের জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

বুধবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনে শুনানি হয়। শুনানি শেষে দেওয়া হয় এ আদেশ।

এর আগে বাহার এবং শম্ভুকে চিঠি দিয়েছিল কমিশন।

চিঠিতে বাহাউদ্দিন বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, ২৭ ডিসেম্বর উপস্থিত হয়ে তাকে সে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল।

এছাড়া ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছিল ইসি।

এমওএস/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।