তলবের জবাব দিতে ইসিতে নৌকার শম্ভু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তলবের জবাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়েছেন বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভু।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তিনি ইসিতে হাজির হন।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) আচরণবিধি লঙ্ঘনের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে ইসি। তলবের জবাব দিতে আজ ইসিতে সশীরের উভয় প্রার্থীই হাজির হয়েছেন। এরইমধ্যে বাহাউদ্দিন বাহারের শুনানি চলছে।

এর আগে ইসি জানিয়েছিল, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।

এমওএস/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।