মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র

দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) উৎপাদন শুরু হয়।

পরদিন সোমবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বাণিজ্যিক উৎপাদনে যাবে এ ইউনিট।

এর আগে ২৯ জুলাই শুরু হয় প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। এরপর ১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বাণিজ্যিকভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র।

১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করেন। কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

এনএস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।