কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় র‌্যাব-এনএসআই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কমলাপুর রেলওয়ে স্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) থেকে সংস্থা দুটি সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সিটি এনএসআইয়ের ১২ জন এবং র‌্যাবের ৫০ জন সদস্য কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় চৌকস নজরদারিতে নিয়োজিত।

আরও পড়ুন>> মেট্রোরেলে হামলার শঙ্কা নেই, তবে স্ক্যানার-আর্চওয়ে বসবে: ডিএমপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যৌথ নজরদারিতে সন্দেহভাজন ব্যক্তি এবং তার সঙ্গে বহন করা ব্যাগে তল্লাশি চালানো হচ্ছে, যেন দুষ্কৃতকারীরা কোনো দাহ্য পদার্থ বা অবৈধ মালামাল বহন করতে না পারে।

সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে র‌্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত।

টিটি/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।