অনলাইনে প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ানসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ০৫:০১ এএম, ০৪ এপ্রিল ২০১৬
প্রতীকী ছবি

অনলাইনে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে দুই নাইজেরিয়ান ও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিটি অ্যাক্টে দায়ের করা একটি মামলার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে আসামিদের নাম জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে পিবিআই হেড কোয়ার্টার্সে একটি সংবাদ সম্মেলন করা হবে।

এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।