ঢাকায় ফের ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশের ধারণা, এটি কোনো নাশকতা নয়।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন লাগার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

এসপি আনোয়ার হোসেন বলেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ওপরে চটের বস্তা রাখা ছিল। সেটির কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে পারছিল না। হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভানো হয়। পরবর্তীতে ট্রেনটি আবার গন্তব্যে ছেড়ে যায়।

আরও পড়ুন>> তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৪

রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের সাইলেন্সার পাইপ থেকে নির্গত ধোঁয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছে।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের দেওয়া আগুন চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই রেলের যাত্রী ছিলেন।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে ভোর ৫টা ৫ মিনিটে চলা শুরু করতেই আগুন লাগে। খবর পেয়ে ঘটনা গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

টিটি/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।