রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মো. নজরুল ইসলাম (৫০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বসুন্ধরা কাজীবাড়ী এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মো. লালচাদ জানান, ওই ভবনের ছাদে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে নিচে পড়ে যান নজরুল। পরে তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে একটি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের গ্রামের বাড়ি মাগুরায়। বসুন্ধরা কাজীবাড়ী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চা মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাজী আল আমিন/জেডএইচ/এমএস