তেজগাঁওয়ে ট্রেনে নাশকতা: চলাচল স্বাভাবিক
রাজধানীর তেজগাঁওয়ে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের পর সকাল থেকেই চলাচল স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তেজগাঁও রেলস্টেশনে গিয়ে বেশ কয়েকটি ট্রেন চলাচল করতে দেখা যায়।
তেজগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক। পুড়ে যাওয়া ট্রেনটিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন>> দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেলো মা-শিশুসন্তানসহ ৪ যাত্রীর
এর আগে ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসন্তানসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার শিশুসন্তান ইয়াসিন (৩)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপণ করে।
আরএসএম/ইএ/জেআইএম