গাঁজার লোভ দেখিয়ে ছিনতাইয়ে প্রলুব্ধ, গ্রেফতার ৩
![গাঁজার লোভ দেখিয়ে ছিনতাইয়ে প্রলুব্ধ, গ্রেফতার ৩](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/hijack-20231216142054.jpg)
তিনজন মিলে ব্যস্ত সড়কে হাঁটাহাঁটি করেন। সিগন্যালে আটকে থাকা প্রাইভেটকার, বাসে বসে থাকা যাত্রীর মোবাইল, মানিব্যাগ টান দিয়ে নিয়ে যান। বাধা দিলেই মারেন ছুরি। প্রতি ছিনতাইয়ের বিনিময়ে তাদের দেওয়া হয় কয়েক পুরিয়া গাঁজা। এই গাঁজার লোভেই তারা আবারও ছিনতাই করেন।
এমনই এক চক্রের তিনজনকে শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন মো. জসিম প্রকাশ ওরফে ডোম জসিম (২৬), মো. রাসেল প্রকাশ রিয়াজ (১৮) এবং রাজীব (১৮)।
শনিবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
তিনি বলেন, গ্রেফতার তিনজনই ছিনতাইকারী। জসিম দলের প্রধান। তিনি এক সময় ডোম হিসেবে কাজ করতেন। পরে পেশা ছেড়ে শুরু করেন ছিনতাই। প্রথম প্রথম অন্যের হয়ে কাজ করলেও পরে তিনি নিজেই একটি দল করে ফেলেন। টোকাই, ভাসমান ও মাদকসেবীদের দলে নেন তিনি। এরপর তাদের মাদকের টোপ দিয়ে ছিনতাইয়ে নিয়ে যান।
ওসি আরও জানান, নগদ টাকা, মোবাইল কিংবা ব্যাগ ছিনতাই করে আনতে পারলেই মাদকসেবীদের গাঁজা কিংবা ইয়াবা দেন জসিম। এ প্রক্রিয়ায় তিনি দলে নেন রাসেল ও রাজিবকে। তারা গাঁজার লোভে ছিনতাই করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন। এরমধ্যে জসিমের বিরুদ্ধে চারটি, রাসেলের বিরুদ্ধে তিনটি এবং রাজিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।
আরএসএম/জেডএইচ/এমএস