বাল্যবিয়ে করতে এসে জরিমানা গুনলেন বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে বাল্যবিয়ে করতে এসে জরিমানা গুনলেন এক প্রবাসী বর। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

বাল্যবিয়ের খবরে ওই কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী। এসময় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে দেন।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী বলেন, বাল্যবিয়ের খবরে কানুনগোপাড়া একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়। এসময় বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাল্য বিয়ের আয়োজন করায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাল্য বিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝিয়ে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। কনের বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী ১৬ বছর হয়েছে। সে এবার এসএসসি পাস করেছে। বর প্রবাসী।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।