চট্টগ্রামে মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ সাজ্জাত হোসেন মজুমদার (২৮) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সাজ্জাত ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন রাধানগর মিয়াজী পাড়ার মির হোসেন মজুমদারের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।

ওসি এম ওবায়দুল হক বলেন, বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ কারবারি সাজ্জাত হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।