চট্টগ্রামে মাদক কারবারি গ্রেফতার
![চট্টগ্রামে মাদক কারবারি গ্রেফতার](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/madak-20231214162849.jpg)
চট্টগ্রামে ২০ কেজি গাঁজাসহ সাজ্জাত হোসেন মজুমদার (২৮) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার সাজ্জাত ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন রাধানগর মিয়াজী পাড়ার মির হোসেন মজুমদারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।
ওসি এম ওবায়দুল হক বলেন, বুধবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ কারবারি সাজ্জাত হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
ইকবাল হোসেন/এমএএইচ/জেআইএম