সেশনজট নিরসনে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম


প্রকাশিত: ১১:১১ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট নিরসনে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কলেজ শিক্ষকদের ৮৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, কয়েক বছর আগে ভর্তি হওয়া বিভিন্ন বর্ষ ও শ্রেণির শিক্ষার্থীদের সেশনজট নিরসনে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে।

একই সাথে এটি বাস্তবায়নে তিনি কলেজ শিক্ষকদের সবধরনের সহযোগিতা কামনা করে উপাচার্য বলেন, গত ২২ বছরে উদ্যোগ ও কর্ম পরিকল্পনার অভাবসহ অন্যান্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুর্বিষহ সেশনজট সৃষ্টি হয়। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার ফল দ্রুততম সময়ে প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ করে তা ১-২ বছরের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে।

তিনি ইরও বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা হবেন সম্পূর্ণ সেশনজট মুক্ত। সেই মর্মে তাদের একাডেমিক ক্যালেন্ডারও ঘোষণা করা হয়েছে।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালরে অধ্যাপক ড. মো. আবুল হোসেন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ড. এম শামসুদ্দীন ইলিয়াস অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এ সময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের প্রভাষক সাঈদা ফাতিমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।