মহাখালীতে ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্প ফিলিংস্টেশনের গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। মো. সালাউদ্দিন (৪০) নামের ওই ব্যক্তির রোববার (১০ ডিসেম্বর) রাত নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যু হয়।
এ ঘটনায় এর আগেও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত আটটার দিকে সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আরও পড়ুন>মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালীর বিস্ফোরণের ঘটনায় মো. সালাউদ্দিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রাত ৯ টার দিকে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন>ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে
তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ ছিল বলেও জানানো হয়েছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এখনো চিকিৎসা নিচ্ছেন পাঁচজন।
এমএসএম